Bichinno Abeg Lyrics (বিচ্ছিন্ন আবেগ) Lyrics by Warfaze band - Bangla Lyrics
Band | Warfaze |
একদিন আমি হেঁটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবেনা মলিন অহংকার
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা
আলোয় আলোয় ভরা চারিদিকে
তবুও কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন তাই
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক
বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
কণ্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে
মোহে
একদিন আমি হেঁটে চলছি পথে একা
0 মন্তব্যসমূহ