Bhalo laage Tomake Lyrics (ভালোলাগে তোমাকে) | Arijit Singh

Singer | Arijit Singh |
Singer | Indraadip Dasgupta |
Song Writer | Prasen |
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে,
অন্য তখন চোখের ধরন
অন্য রকম পায়ের চলন।
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।
ও.. তোমার হাসি, হাতছানি দাও
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে।
তোমার ঘুমের পর্দা সরাও
বৃষ্টি হবো আমি জানলা পারে।
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।
ও.. তোমায় নিয়ে ব্যস্ত যখন
অন্যকিছু আমি শুনতে না পাই।
হুম.. তোমার হাতেই বাঁচন-মরণ
আমার পাশে শুধু তোমাকে চাই।
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।
0 মন্তব্যসমূহ