Baundule Lyrics | বাউন্ডূলে | Minar | Deyale Deyale
Singer | Minar Rahman |
Music | Emon Chowdhury |
Song Writer | Robiul Islam Jibon |
ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি
তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি
ছোট্ট করে পাই যদি
তোমার অনুমুতি
রাখবো না আর আড়াল করে
আমার অনুভুতি
তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি
তোমায় নিয়ে পাড়ি দেবো
রূপকথারই দেশে
ছায়া হয়ে থাকবো তোমার
পথের শুরু শেষে
তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি
ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি
0 মন্তব্যসমূহ