Barabari Lyrics (বাড়াবাড়ি) - Minar Rahman - Bangla Lyrics
Singer | Minar Rahman |
Song Writer | Asif Iqbal |
আমার ভেতরে আছো তুমি
আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে
অজানার পথে নামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
দু:খের ভেতরে তুমি সুখী
আর সুখের ভেতরে দু:খী
দুচোখ বুজে চলোনা এবার
নিয়ে ফেলি ঝুঁকি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন…
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি
কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
0 মন্তব্যসমূহ