Barabari Lyrics (বাড়াবাড়ি) - Minar Rahman - Bangla Lyrics

Barabari Lyrics (বাড়াবাড়ি) - Minar Rahman - Bangla LyricsBarabari Lyrics (বাড়াবাড়ি) - Minar Rahman - Bangla Lyrics

Singer Minar Rahman
Song Writer Asif Iqbal

আমার ভেতরে আছো তুমি
আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে
অজানার পথে নামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

দু:খের ভেতরে তুমি সুখী
আর সুখের ভেতরে দু:খী
দুচোখ বুজে চলোনা এবার
নিয়ে ফেলি ঝুঁকি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন…

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি

কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ