Ayub Bachchu Rupali Guitar LRB Lyrics

Ayub Bachchu Rupali Guitar LRB Lyrics

Ayub Bachchu Rupali Guitar LRB Lyrics


Singer Ayub Bachchu
Band LRB

এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
মনে রেখ তুমি
কত রাত, কত দিন
শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
শুধু ভেব তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোন স্মৃতিপুরে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ