Asha ( আশা ) Lyrics by Warfaze - (Jiban Aamar Boro Bodle Gechhe) - Bangla Lyrics
Band | Warfaze |
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিলো তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিলো তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
প্রতিদিন আমার মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো
ভালোবাসায় মনে আশা ছিলো, কেন এমন হলো?
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিলো তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
স্বপন নেই চোখে, আশা নেই বুকে, ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে
শুধু তোমায় পড়ে আমার মনে
ব্যথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিলো তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
0 মন্তব্যসমূহ