Aro Ektu Dure Dure Lyrics | আরো একটু দুরে দুরে | Tahsan | Minar

Aro Ektu Dure Dure Lyrics | আরো একটু দুরে দুরে | Tahsan | Minar

Aro Ektu Dure Dure Lyrics | আরো একটু দুরে দুরে | Tahsan | Minar
Singer Tahsan & Minar
Music Tahsan Khan
Song Writer Minar Rahman & Tahsan Khan

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফড়িং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ