Ar Kono Kotha Na Bole Lyrics (আর কোনো কথা না বলে) Arijit Singh

Ar Kono Kotha Na Bole Lyrics (আর কোনো কথা না বলে) Arijit Singh

Ar Kono Kotha Na Bole Lyrics (আর কোনো কথা না বলে) Arijit Singh
Singer Arijit Singh
Singer IndradipDas Gupta
Song Writer Proshen

যেভাবে চালাবো চলবো আমি তোর সাথে
যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে
এ মরণ বারে বারে চাই
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়
আর কোনো কথা না বলে

আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে

পারিনা বোঝাতে লজ্জাকে
ভালোবাসি কতটা তোকে
প্রেমেরা কি এরকম হয়
কিছু ঘুম আর কিছু ভোর
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়

আর কোনো কথা না বলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে

আমারও আবেশে হারালো মন
দেখিলে যখন তখন
চলে যায় দখিন দুয়ার
আছে বল আর কি করার
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়

আর কোনো কথা না বলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ