Ami Tomar Kache Jabo (আমি তোমার কাছে যাব) Lyrics - Minar Rahman - Bangla Lyrics
Singer | Minar Rahman |
Singer | Minar Rahman |
Song Writer | Minar Rahman |
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ বুঝতেও পারবেনা ..
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ জানতেও পারবেনা।
ওই আকাশের কতটা তারও দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে?
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না।
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না।
সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা,
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না।
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো ও ও..
0 মন্তব্যসমূহ