Ami To Amoni Lyrics | আমিতো এমনই | Minar Rahman
Singer | Minar Rahman |
Singer | Rezwan Sheikh |
Music | Rezwan Sheikh |
Song Writer | Snahashish Ghosh |
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন আঁকা
হয় যদিও ভুল শঁতেক
ভালোবাসি তবুও অনেক…
আমি যেন কেমনি
আমি তো এমনি…..
মায়ার জালে বাধা পড়ায়
নিয়েছো যে আমায় মেনে
আমার চেয়ে বেশি তোমায়
আর কে যে বলো চেনে
আমি যেন কেমনি
আমি তো এমনি…..
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন আঁকা
এখন থেকে আর হবে না
এইই খাম খেয়ালিপনা
না না এটা কথার কথা না
নয় নতুন কোনো বাহানা
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন আঁকা
আমি যেন কেমনি
আমি তো এমনি….
0 মন্তব্যসমূহ