Amar Sonar Moyna Pakhi Lyrics -Samz vai (আমার সোনার ময়না পাখি লিরিক্স) Bangla Lyrics

Amar Sonar Moyna Pakhi Lyrics -Samz vai (আমার সোনার ময়না পাখি লিরিক্স) Bangla Lyrics

Amar Sonar Moyna Pakhi Lyrics -Samz vai (আমার সোনার ময়না পাখি লিরিক্স) Bangla Lyrics


Singer Samz Vai
Singer Rohan Raz
Song Writer Rohan Raz

আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোঁয়া পানি
সে আমার জন্য কাদে
জানি আমি জানি (২)

দূর পবাসে একলা থাকি
কষ্টও লাগে খুব
চোখের সামনে ভাইসা থাকে
সোনা পাখির মুখ (২)

তার লাগি ছটফট করে
আমার পড়া বুক

আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোঁয়া পানি
সে আমার জন্য কাদে
জানি আমি জানি

কাপা কাপা গলায় পাখি
বলে ফোনে কথা
কথার ভাষায় বুঝতে পারি
মনে ভীষন ব্যাথা (২)

মাঝে মাঝে প্রশ্ন করে
ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে
অনেক দোয়া করি

আপনার জন্য ছটফট করে
আমার পড়া বুক

আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোঁয়া পানি
সে আমার জন্য কাধে
জানি আমি জানি

ভালো আছি ভালো থাইকেন
খবর নিয়েন রোজ
আপনার জন্য পরান পড়ে
মন থাকে অবুঝ (২)

মাঝে মাঝে প্রশ্ন করে
ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে
অনেক দোয়া করি (২)

আপনার জন্য ছটফট করে
আমার পরান পাখি

আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোঁয়া পানি
সে আমার জন্য কাধে
জানি রে.. আমি জানি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ