Amar Kache Tumi Onnorokom Lyrics (আমার কাছে তুমি অন্যরকম ) IMRAN - Bangla Lyrics

Amar Kache Tumi Onnorokom Lyrics (আমার কাছে তুমি অন্যরকম ) IMRAN - Bangla Lyrics

Amar Kache Tumi Onnorokom Lyrics (আমার কাছে তুমি অন্যরকম ) IMRAN - Bangla Lyrics
Singer Imran Mahmudul
Music Imran Mahmudul
Song Writer Mehedi Hasan Limon

বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ