Alor Mohol (আলোর মহল) Lyrics by Jisan Khan Shuvo - Bangla Lyrics

Alor Mohol (আলোর মহল) Lyrics by Jisan Khan Shuvo - Bangla Lyrics

Alor Mohol (আলোর মহল) Lyrics by Jisan Khan Shuvo - Bangla Lyrics
Singer Jisan Khan Shuvo
Music Marcell
Song Writer Mehedi Hasan Limon

জানালার ওপারে বসে মন
কত গল্প লিখে যায়
চোখের আকাশ অনেক দূর
শিকল বাধা ইচ্ছের পাড়

আলোর মহল ওপাশে
এপাশে অন্ধকার
আমার স্লিপিং পিলের রাতে
তুমি স্বপ্ন বুনো কার (২ বার)

বুকে চাপা দীর্ঘশ্বাস
ভালোবাসা কাঁদে নিরলে
অসংকোচে ভুলের পাহার
জল ভিজে আমার দু গালে

সময়ের বিপরীতে ধেয়ে আসা
অবাধ ঝড়..
দিনে বাঁচি কোন মতে, রাত
ডুবে খেলা ঘর

আলোর মহল ওপাশে
এপাশে অন্ধকার
আমার স্লিপিং পিলের রাতে
তুমি স্বপ্ন বুনো কার (২ বার)

ভালোবাসার মোমবাতি
অভিমান নিয়ে জ্বলে
ভুলেরা বাসা বাধে
বুকে..

জ্বলে নেভে জোনাকি
উড়ে যায় মন একাকী
নিজেকে আড়ালে
রেখে..

আলোর মহল ওপাশে
এপাশে অন্ধকার
আমার স্লিপিং পিলের রাতে
তুমি স্বপ্ন বুনো কার (২ বার)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ