Akhon | এখন | Lyrics by Minar Rahman - Bangla Lyrics
Singer | Minar Rahman |
Album | Ami To Amoni |
Music | Rezwan Sheikh |
Song Writer | Snahashish Ghosh |
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
হঠাৎ করেই এলে তুমি
আমার মনের পৃথিবীতে
আমায় ভাসিয়ে দিলে
অবুঝ কবি সারিতে
আমি লিখে যাই , লিখে গাই
গল্প কবিতার গান
তুমি হয়েছো, রয়েছো
সব কিছুরই প্রাণ
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
0 মন্তব্যসমূহ