Aha Re Lyrics || আহারে || Minar Rahman - Bangla Lyrics
| Singer | Minar Rahman |
| Singer | Minar Rahman |
| Song Writer | Minar Rahman |
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে
আকাশে বাতাসে বসন্ত সুবাসে
কোকিলেরও কুহূ ডাকে তারই ছোঁয়া
ওলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই
ডাকে মোরে তারই ছায়া
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে
ডানা মেলে
এপাড়ে ওপাড়ে দুয়ারে দুয়ারে শহরের
খোঁয়াড়ে আঁকা মিছিলে
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে
0 মন্তব্যসমূহ