Dheere Dheere (ধীরে ধীরে লিরিক্স) | Poran Movie Song | Lyrics | 2022
Singer | Emon Chowdhury, Luipa |
Music | Emon Chowdhury |
Song Writer | Robiul Islam Jibon |
ধিরে ধিরে তর স্বপ্নে, আমি কখন যে জড়িয়ে গেলাম...
অ....ফিরে ফিরে তর গল্পে, আমি কখন জড়িয়ে গেলাম....
তর কথা ভেবে ভেবে দু-চখে হায় নামে ভোর...
বয়ে চলে এ মনে শরীরে ভাল লাগা খুব...
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর....
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর....
মনে মনে তকে মন দিয়েছি
খনে খনে তর পিছু নিয়েছি
জনে আকাশ, জানে বাতাস,
জানে শত পহর.....
মনে মনে তকে মন দিয়েছি
খনে খনে তর পিছু নিয়েছি
জনে আকাশ, জানে বাতাস,
জানে শত পহর.....
তর কথা ভেবে ভেবে দু-চখে হায় নামে ভোর...
বয়ে চলে এ মনে শরীরে ভাল লাগা খুব...
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর....
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর...
ধিরে ধিরে তর স্বপ্নে, আমি কখন যে জড়িয়ে গেলাম...
অ....ফিরে ফিরে তর গল্পে, আমি কখন জড়িয়ে গেলাম....
তর কথা ভেবে ভেবে দু-চখে হায় নামে ভোর...
বয়ে চলে এ মনে শরীরে ভাল লাগা খুব...
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর....
যত দূরে যাবে এই পথ
আমি ছায়া হব তর....
0 মন্তব্যসমূহ