Shopno Dekhar Gaan Lyrics by Avoid Rafa (স্বপ্ন দেখার গান লিরিক্স)

Shopno Dekhar Gaan Lyrics by Avoid Rafa (স্বপ্ন দেখার গান লিরিক্স)

Shopno Dekhar Gaan Lyrics by Avoid Rafa (স্বপ্ন দেখার গান লিরিক)
Singer Raef al Hasan Rafa

অন্ধকারে অপলক তুমি
সঞ্চয় শুধু ঘৃণা আজ তোমার
হারিয়ে গেছে ভালোবাসা
অতএব আজ বিভাজন
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
কখনো ভেবেছিলে কি
থেমে যাবে সবকিছু এভাবে?
কখনো ভেবেছিলে কি
হারাবে সব আঁধারের মাঝে?
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ