Aaj Jiban Khunje Pabi (আজ জীবন খুজে পাবি | Ami Ak Jajabar | Bhupen Hazarika - Bangla Lyrics

Aaj Jiban Khunje Pabi (আজ জীবন খুজে পাবি | Ami Ak Jajabar | Bhupen Hazarika - Bangla Lyrics

Aaj Jiban Khunje Pabi (আজ জীবন খুজে পাবি | Ami Ak Jajabar | Bhupen Hazarika - Bangla Lyrics
Singer Bhupen Hazarika
Song Writer Shibdas Banerjee

আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় |
আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয় ||
আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় |
মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেই তো আপন পর
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি |
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয় ||
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয় |
এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় ||



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ